প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
কলাপাড়ায় ড্রেনের উপর চলাচল বন্ধের আশঙ্কা, তারকাটা দেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন এলাকাবাসী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পৌরসভার একটি পুরাতন ড্রেন বহুদিন ধরে স্থানীয় ৫০ থেকে ৬০টি পরিবারের প্রধান চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ওই ড্রেনের উপর ও পাশ ঘেঁষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) বা টিএনটি কার্যালয় তারকাটা দিয়ে বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পাশে তারকাটা দেয়া হলে তাঁদের দীর্ঘদিনের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে কষ্টে পড়বে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষসহ সকলেই। এ অবস্থায় এলাকাবাসী কলাপাড়া পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করে চলাচলের পথটি যেন বন্ধ না করা হয় সেই দাবি জানিয়েছে।
এ বিষয়ে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন,
“কলাপাড়া হাসপাতাল ও টিএনটি অফিসের মাঝখানে আমাদের একটি ড্রেন রয়েছে। আমি অবগত হয়েছি যে ওই ড্রেন দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলাচল করে। টিএনটি অফিস নিরাপত্তার স্বার্থে এলাকা বান্ডারি করার উদ্যোগ নিয়েছে। তবে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও টিএনটি অফিসের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে কী করা যায়, তা খতিয়ে দেখবো।”
স্থানীয়দের আশা, প্রশাসনের উদ্যোগে এমন সমাধান হবে যাতে বিটিসিএলের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত হয় এবং একই সঙ্গে তাঁদের দীর্ঘদিনের চলাচলের পথটিও উন্মুক্ত থাকে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.