নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের শতবর্ষী কালীবাড়ি পুকুরটি এখন অবৈধ দখলে রয়েছে । এই কালীবাড়ি পুকুরটি কেবল একটি জলাশয় নয়, এটি ছিল এই অঞ্চলের ইতিহাসের এক নীরব সাক্ষী।
অনুসন্ধানে জানা যায়, রাজার শাসন আমলে জমিদারি প্রথা চলাকালীন সময়ে জনস্বার্থে এটি খনন করা হয়েছিল। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার মানুষের পানির প্রধান উৎস হিসেবে শত বছর ধরে এলাকাবাশীর সুপেয় পানির চাহিদা মিটিয়ে আসছিল।
স্থানীয়দের মতে, এই পুকুরটি এই অঞ্চলের প্রাচীন স্থাপত্য কালীবাড়ি মন্দির ও কালীবাড়ি জামে মসজিদের ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। কিন্তু সেই ইতিহাস, ঐতিহ্য ও জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরটির তিনটি পাড় দখল করে নেওয়া হয়েছে এবং গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্জ্য ও ময়লা ফেলা হচ্ছে ।
এতে পুকুরটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। জন্ম নিচ্ছে মশামাছি এবং পচামজা আবর্জনা ও পানির দুর্গন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণ।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, পূর্ববর্তী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উপজেলা পর্যায়ের কর্তাব্যক্তিরা একজোট হয়ে এই পুকুরটি দখল করেন। পুকুরের মধ্যে গড়ে তোলা হয়েছে একটি বিশাল বাণিজ্যিক মার্কেট।
উক্ত মার্কেট বিভিন্ন ব্যবসায়ীদের ভাড়া দিয়েছেন তৎকালীন ক্ষমতাসীন আ.লীগের নেতারা। সেখানে ব্যবসার নামে চলছে অসামাজিক কর্মকাণ্ড ও রমরমা মাদক ব্যবসা। ঐতিহাসিক জলাশয়টির এমন বেদখল শুধু পরিবেশের জন্য নয়, এটি আইনেরও চরম লঙ্ঘন বলে এলাকাবাসীর অভিযোগ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.