ডেস্ক সংবাদ : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার মামলায় হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও সাব-ইন্সপেক্টর লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডও বজায় রেখেছে আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেন রায়টি সাক্ষর শেষে সেকশনে পাঠিয়েছেন। রায়ে বলা হয়েছে, আসামিরা ৩০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন।
এর আগে ২ জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স এবং ট্রায়াল কোর্টের রায় চ্যালেঞ্জ করা আপিল শুনানি শেষে এই সিদ্ধান্তে পৌঁছয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মেজর সিনহা ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনাটি দেশজুড়ে সমালোচনা ও বিচার দাবি সৃষ্টি করেছিল।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.