যুক্তরাষ্ট্রে ভিকারুননিসা অ্যালামনাইদের প্রীতি সম্মিলন ৩ ডিসেম্বর


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২২, ১:৫৮ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রে ভিকারুননিসা অ্যালামনাইদের প্রীতি সম্মিলন ৩ ডিসেম্বর

ক্রাইম ট্রেস ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর)। সম্মিলন উপলক্ষে নিউজার্সির উডব্রিজ এডিসন হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

ঢাকার ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাইদের এ প্রীতি সম্মিলনের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষার্থী আজিমা আশরাফ, ফাহমিনা জাব্বার,রুমানা খান, সাবাহ আজিজ, নাদিয়া সিদ্দিক, মানিজা ইসমাত, তাসনুভা আইরিন, তুতিল খান, ফারজানা হুসাইন এবং হাসু রহমান।

এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সম্মিলনে যোগ দেবেন কানাডা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরাও।