কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ বেপারী (৫৫) নামে এক শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মোকছেদ বেপারী জানান, তিনি ঢাকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার ছেলে বউ খাদিজা বেগম ও নাহিয়া বেগম বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। বর্তমানে তারাও কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"
মোকছেদ বেপারী আরও জানান, ঘটনার দিন তিনি খবর পেয়ে ঢাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পাখিমারা বাজারে নামার পর অতর্কিতে লিটন মুন্সী, সালেমান মাতুব্বরসহ ৪-৫ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.