নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী-আগৈলঝাড়া (বরিশাল-১) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় গৌরনদী বাস স্ট্যান্ডে চরুইভাতী রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা সভাপতি মো. সাব্বির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী বলেন নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব দূরীকরণে বাস্তবসম্মত কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষা খাতে আধুনিকতা, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্তি, রাস্তা-ঘাট, ড্রেনেজ, কৃষি সহায়তা, পরিষ্কার পানি এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব গৌরনদী-আগৈলঝাড়া গড়ে তোলাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা, সমালোচনা ও পরামর্শ আমাকে এই পথচলায় শক্তি যোগাবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.