পিরোজপুর প্রতিনিধি : আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। উদ্বোধন করেন বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক কমিটির সভাপতি এবং আবৃত্তি শিল্পী ও সংগঠক জাহান বশির।
বিশ্বভরাপ্রাণ জেলা শাখার সভাপতি ডা. এস দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলোক মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধুরা ধর, বাংলাদেশ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক গবেষক আব্দুর রহিম।
অনুষ্ঠানে কয়েকজন সেরা সংগঠককে উত্তরীয় পরিয়ে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ জেলা শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :