প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতা-কর্মীরা।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল চারটায় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের ছাত্রদল নেতা-কর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মো. রবিউল ইসলামকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক শিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত মৃধা, কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানি মীর, নাসির দুয়ারি, সাহাদাত হাওলাদার, বাবু শরিফ, জাকারিয়া, রবিউল সিকদার, লিওন, আল আমিন কবিরাজ, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সুহাদ সিকদার, নাজমুল হোসেন রিওন, আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি সাকিব মল্লিক,চর সাধুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদল সভাপতি সিয়াম ইসলাম সাকিব, কাওছার কবিরাজ দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল শাহিন বিশ্বাস, চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা বুলবুল, তুহিন,রাজু,মাধবপাশা ইউনিয়ন ছাত্রদল রনি, রানা,আগরপুর ইউনিয়ন ছাত্রদল সরোয়ার হোসেন, পলাশ হোসেন আতিকুর রহমান, রাসেল, সিরাজ, আবুল কালাম রিদয়,হাচান, সাব্বিরসহ স্থানীয় সর্বস্তরের মানুষ হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন পুরো এলাকা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.