নিজস্ব প্রতিবেদক : পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র আয়োজনে গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫’।
মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিআরইউ ক্রিকেটের আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ছিল দ্বিতীয় দিন। দিনের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ২০২৩ আসরের রানার্সআপ প্রতিদিনের বাংলাদেশ।
ধারণা করা হয়েছিল কুড়িল বিশ্বরোডের প্রগতি সরণীতে অবস্থিত রংধনু গ্রুপের এই জনপ্রিয় দৈনিকটি প্রত্যাশিত শুভসূচনা করে পরের রাউন্ডে উন্নীত হবে। কিন্তু সবাইকে অবাক করে দেশ রূপান্তরের কাছে ৪২ রানে হেরে যায় তারা!
দেশ রূপান্তর টসে জিতে আগে উইলোবাজি বেছে নেয়। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১১৫ রান। প্রতিদিনের বাংলাদেশের দীপক কুমার দেব একাই লাভ করেন ২টি উইকেট। প্রতিদিনের বাংলাদেশের বাকি বোলারদের দুর্বল-অনিয়ন্ত্রিত বোলিংয়ের পুরো ফায়দা লোটে দেশ রূপান্তর। ফলে তারা গড়ে তোলে রানের পাহাড়।
জবাবে ১১৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিদিনের বাংলাদেশ কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলে তাদের অতিথি খেলোয়াড়-ওপেনার শরীয়ত খানকে (১৯)। ওয়ানডাউনে নেমে অধিনায়ক দীপকও কোন রান না করেই প্যাভিলিয়নের পথ ধরলে আরও বেশি চাপে পড়ে যায় তারা। হু হু করে বেড়ে যায় আস্কিং রান রেট। রুমেল খান এবং হাসনাত শাহীন আপ্রাণ চেষ্টা করেও রান রেটের উন্নতি ঘটাতে পারেননি। এক্ষেত্রে দেশ রূপান্তরের বোলারদের কৃতিত্ব দিতেই হবে।
প্রতিদিনের বাংলাদেশ শেষ পর্যন্ত পুরো ওভারই খেলেছে, এমনকি অলআউটও হয়নি। কিন্তু ৭৩ রানের বেশি করতেও পারেনি। রুমেল দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন। শাহীন নট আউট থাকেন ১৮ রান করে। ৪২ রানে হেরে যায় প্রতিদিনের বাংলাদেশ। নকআউট পর্বের ম্যাচ বিধায় তাদের বিদায়ঘণ্টা বেজে যায় টুর্নামেন্ট থেকেও। ম্যাচসেরা হন বিজয়ী দলের পলাশ।
প্রতিদিনের বাংলাদেশ ক্রিকেট দলের বাকি সদস্যরা হলেন : সাইফ বাবলু, মজুমদার ইমরান, শামীম হাসান, মশিউর রহমান টিপু, ফসিহ উদ্দিন মাহতাব (ম্যানেজার) ও কামরুল হাসান খান (কোচ)।
প্রথমদিনের মতো আজও ১২টি দল পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। কালের কণ্ঠ ৪ উইকেটে এটিএন নিউজকে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ৫০ রানে দৈনিক সংগ্রামতে, জিটিভি আজকের সংবাদকে (ওয়াকওভার), চ্যানেল আই ৭৯ রানে দৈনিক দিনকালকে, দৈনিক জনকণ্ঠ ৪ উইকেটে আরটিভিকে, নয়া দিগন্ত ২১ রানে এশিয়ান টিভিকে, আলোকিত বাংলাদেশ ৬ রানে বিটিভিকে, জাগো নিউজ ২৪ ডটকম ১০ রানে আমাদের সময়কে, বাংলাদেশ প্রতিদিন ৫ উইকেটে ডেইলি টাইমস অব বাংলাদেশকে, কালবেলা ১১ রানে ইনকিলাবকে, চ্যানেল ২৪ ৫ উইকেটে ডেইলি অবজারভারকে হারায়।
ডিআরইউর ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৫ এর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরী। এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, মুরসালিন নোমানী ও দ্য মর্নিং নিউজের সম্পাদক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.