বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা মোঃ আবদুর রব খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের ঘটনায় মাওলানা মোঃ আবদুর রব খানের পুত্র এ্যাড. লুৎফর রহমান বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
অভিযুক্তরা হলেন- মৃত জয়দেব সাহার পুত্র সুশান্ত সাহা, টিটু সাহা, শুভ সাহা, স্ত্রী গীতা সাহা, পুত্রবধূ নুপুর রানী দাস, মিঠুন সাহা, মিলটন সাহা, নয়ন দাস। জমির মালিক মরহুম মাওলানা মোঃ আবদুর রব খানের পুত্র এ্যাড. লুৎফর রহমান খান বলেন, তার পিতা ১৯৮৯ সালে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন বাকেরগঞ্জ মৌজায় ১০২ নং খতিয়ানের ১৩৬ নং দাগের ২১ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করছেন।
প্রতিবেশী জয়দেব সাহার পরিবারের সাথে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। গত ২০২৪ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের বসতবাড়ীর দক্ষিণ পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। তারপর থেকেই জয়দেব সাহার পরিবার জমি নিয়ে তাদের সাথে অহেতুক ঝগড়া বিবাদ করে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাঙচুর শুরু করে।
এতে বাঁধা দিলে তার বাসার কাজের মহিলাকে বেধড়ক মারধর করে এবং তার শ্লীলতাহানি করে। এ সময় বাঁচার জন্য তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন। এ প্রসঙ্গে প্রতিপক্ষের টিটু সাহা বলেন, লুৎফর রহমানরা আগে জোরপূর্বক ভান্ডারীওয়াল নির্মাণ করে তাদের জমি দখল করেছিল।
তারা আদালতের রায়ে জমির দখল নিতে সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, লুৎফর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। ভাংচুরের বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে। আইনের উর্ধ্বে কেউ নয়। বিশৃঙ্খলার চেষ্টা করলে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.