নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ বাউফল আসনের গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাতে চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমজাদ হোসেন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বরিশাল সেনানীবাস সিএমএইচএ নেওয়া হয়। মধ্যরাতে সিএমএইচ থেকে ঢাকায় নেওয়ার পথে বরিশাল রুপাতলী এলাকায় তিনি মারা যান।
রাতেই আমজাদ হোসেনের মরদেহ গ্রামের বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোটপাড় নেওয়া হয়। শুক্রবার বিকালে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর আমজাদ হোসেন কৃষক ফেডারেশন ও গণসংহতি আন্দোলনসহ একাধিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.