নিজস্ব প্রতিবেদক : লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ১০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার সংলগ্ন বেতুয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনে জব্দকৃত এসব অবৈধ বেহুন্দি জালের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো জনস্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, এসিল্যান্ড কার্যালয়ের নাজির কাম-ক্যাশিয়ার মো. মেহেদী হাসান, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.