নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও বেশি মানুষ। তীব্র এ ভূমিকম্পের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
সংবাদমাধ্যম রয়টার্স ও আনাদোলু বাংলাদেশে ভূমিকম্পের খবর দিয়েছে। এছাড়াও আল-জাজিরা, ডেইলি সাবাহ, এবিসি নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, ডয়চে ভেলে, আল আরবিয়া, দ্য ডনসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বাংলাদেশে ভূমিকম্পের পর কম্পন অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়ও। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও এ খবর জানিয়েছে
ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.