লালমোহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে ইউএনও, ১৭ জনকে জরিমানা
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১১ রবিবার, ২০২১, ০৮:৫০ অপরাহ্ণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নিয়মিত কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। রোববার বিকালে স্বাস্থ্যবিধি অমান্য করায় লালমোহন পৌরশহরের বিভিন্নস্থানে পথচারীদের জরিমানা করেন তিনি।
এছাড়াও এসময় তাদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। ইউএনওর ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ১৭ জনকে ১৫ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় মাঠে রয়েছে। আমি মনে করি নিজেদের রক্ষায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।