বিশেষ সংবাদদাতা : ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। আগামী ৩ থেকে ১৩ এপ্রিল অলিম্পিক গেমস নারী ফুটবলে এশিয়ার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ মিয়ানমার, ইরান এবং মালদ্বীপ।
তবে এই গ্রুপের খেলা কোন দেশে অনুষ্ঠিত হবে তা ঠিক করেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। খেলা হবে সাতটি গ্রুপে। প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন পরের রাউন্ডে অংশগ্রহণ করবে।
অলিম্পিক বাছাইয়ের জন্য সাবিনা-কৃষ্ণাদের অনুশীলন এরই মধ্যে শুরু হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :