অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের হয়ে লাল বলের দলে নিয়মিত ক্রিকেটার এবাদত হোসেন। সবশেষ সাদা বলের ক্রিকেটেও নিয়মিত হয়ে উঠেছেন টাইগার এই পেসার। যে কারণে নিজের বোলিং ভান্ডারে যুক্ত করছেন নতুন অস্ত্র।
পেস বোলিংয়ে বেশ জোরেই বল করতে পারেন এবাদত। একইসঙ্গে ইয়র্কার এবং বাউন্সারেও নিজেকে দক্ষ করে তুলেছেন এই পেসার। তবে এবার নিজের বোলিংয়ে বৈচিত্র আনতে নতুন করে শিখছেন কাটার বল। কেননা, বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে নতুন সব ডেলিভারি যোগ করার বিকল্প নেই, এমনটাই মনে করেন এবাদত।
বিপিএলে বৃহস্পতিবার বরিশালের দলীয় অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমি জোরে বল করতে পারি এবং ইয়র্কারে দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে আমি কাটার নিয়ে কাজ করছি। দুইটা কাটারই আমি পারি কিন্তু আরও ভালো যাতে হয় সেজন্য কাজ করছি।’
মুস্তাফিজের কাটার প্রসঙ্গে এবাদত বলেন, ‘মুস্তাফিজ তো কাটার ভালো পারে। তার থেকে টি-টোয়েন্টিতে (কাটার) শিখেছিলাম। স্লোয়ার-বাউন্সার করার জন্য সে আমার গ্রিপটা একটু পরিবর্তন করে দিয়েছিলো, এটাতে আমার অনেক উপকার হয়েছে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :