ক্রাইম ট্রেস ডেস্ক : মডের-অভিনেত্রী হুমায়রা সুবহা আলোচনায় থাকতে পছন্দ করেন। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চা বেশি। এবার নতুন কারো সঙ্গে সম্পর্ক করার ইঙ্গিত দিয়েছেন সুবহা। বিশেষ একজনের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করেন সুবহা।
সুবহা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি এবং সে।’ এরপরই জুড়ে দিয়েছেন কয়েকটি ভালোবাসার ইমোজি। তবে ছবিতে থাকা মানুষটির মুখ ফটোশপে ব্লার করে দেওয়া। যাতে ছবির মানুষকে স্পষ্ট চেনা না যায়।
মন্তব্যের ঘরে অনেকে শুভ কামনা জানাচ্ছেন সুবহাকে। কেউ কেউ আবার মনে করছেন, তৃতীয় বারের মতো হয়তো বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনই যে বিয়ের বিষয় প্রকাশ করতে চাচ্ছেন না এই মডেল!
ছবির মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা—জানতে চাইলে সুবহা গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে এখন বেশি কিছু বলতে পারছি না। সরি। যতটুকু পোস্ট করেছি ততটুকুই।’
তবে ছবিতে অভিনেত্রীর সঙ্গে থাকা ব্যক্তিটি যে বিশেষ কেউ সে কথাও জানালেন তিনি। বলেন, ‘ব্যক্তিটি আমার স্পেশাল কেউ হবে। এটাই।’
এর আগে ২০১৮ সালে ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন সুবহা। তারপরই তারা দু’জনই আলোচনায় উঠে আসেন। তবে নাসির বিষয়টি অস্বীকার করেন। নাসির পরে শামীমাকে বিয়ে করে থিতু হন।
এরপর ২০২১ সালের ১ ডিসেম্বর সুবাহ বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াসকে। বিয়ের এক সপ্তাহ পার না হতেই এ দম্পতির সংসারে ভাঙনের সুর বাজে। দু’জনেই পাল্টাপাল্টি মামলা করেন একে অপরের বিরুদ্ধে। পরে অবশ্য বিচ্ছেদ হয় তাদের।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :