পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে অর্থ আত্মসাতের মামলায় এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রব খান এহসান গ্রুপের উপদেষ্টা এবং খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদরাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসার পরিচালক।
পুলিশ জানায়, পিরোজপুরে এহসান গ্রুপের নামে যে অর্থ আত্মসাতের যে মামলা ছিল, সেই মামলায় তার নামে ১৭টি ওয়ারেন্ট হয়েছে। সদর থানা পুলিশ সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মাওলানা আব্দুর রব খান ওয়ারেন্টভুক্ত আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :