নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ধুনটে প্রেমিকার বাড়ি থেকে বানচা কর্মকার (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার পাকুড়িহাটা গ্রামে প্রেমিকার ঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সেলিনা বেগম (৪২) নামের ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বানচা কর্মকার উপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা কর্মকার দীর্ঘদিন ধরে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কামার শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একই এলাকার পাকুড়িহাটা গ্রামের স্বামী পরিত্যক্তা সেলিনা বেগমের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যেই ওই নারীর বাড়িতে যেতেন বানচা কর্মকার। সোমবার রাতেও ওই বাড়িতে যান তিনি। একপর্যায়ে মধ্যরাতে খবর পেয়ে ঘরের বারান্দা থেকে বানচা কর্মকারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বানচা কর্মকারের ছেলে বাঁধন কুমার জানান, তার বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনে খবর দেন সেলিনা বেগম। পরে সেখানে গিয়ে ওই বাড়ির ঘরের বারান্দায় তার বাবাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে সেলিনা বেগম বলেন, ‘বানচা কর্মকারের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সে আমার বাড়িতে অবাধে যাতায়াত করেছে। সোমবার রাতে আসার সময় বৃষ্টিভেজা আঙিনায় পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে। তখন তার পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সেলিনা বেগমকে আটক করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :