দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনার জন্য বরাদ্দ সেতু স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেছে উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের অর্ধশতাধিক মানুষ। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: রোকন উদ্দিন, হাফিজিয়া মাদরাসার শিক্ষক মো: আব্দুল কাইয়ুম গাজি ও ইয়াকুব আলী প্রমুখ।
বক্তরা বলেন, দক্ষিণ আদমপুর খান বাড়ির সামনের বরাদ্দ সেতু স্থানান্তরের ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। আমরা এখানেই ব্রিজ নির্মাণের দাবি জানাই।
উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর উপজেলার বাঁশবাড়িয়া ও বহরমপুর এলাকাবাসী দক্ষিণ দাসপাড়া নতুন বাজার চৌমহনিতে সেতু নির্মাণের দাবিতে মানবন্ধন করেছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :