ক্রাইম ট্রেস ডেস্ক : টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ তীরে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে আলমি শূরার (মাওলানা জোবায়েরপন্থী) বিশ্ব ইজতেমা। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে নফল ইবাদত, তাসবিহ-তাহলিল, জিকির আসকার ও মুরুব্বিদের বয়ানের মধ্যদিয়ে চলছে ইজতেমার দ্বিতীয় দিন।
গত শুক্রবার রাত ও শনিবার সকাল নাগাদ ময়দানে আরও ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন-খুলনা জেলার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান (৭০), চট্টগ্রাম জেলার রাউজান থানা সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০), নরসিংদি জেলার মনোহরদি থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি (৭০)।
এছাড়া গত বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল পর্যন্ত সিলেটের নুরুল হক (৬৩), গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) ও ঢাকার মুন্সিগঞ্জের আক্কাস আলী (৫০) নামে আরও তিনজন মৃত্যুবরণ করেন।
ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মুহাম্মদ শাকের। তিনি জানান, মৃত মুসল্লিদের লাশ উদ্ধার করে গোসল ও কাফন পরিয়ে স্বজনদের জিম্মায় তুলে দেয়া হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :