ক্রাইম ট্রেস ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা পর উড্ডয়ন করছে। তীব্র কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট অবতরণ করতে পারছে না সময়মতো।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে সময় মতো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩০টি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব করেছে।
জানা গেছে, কুয়াশার কারণে জেদ্দা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস, বিমানের কাতারের দোহা থেকে ঢাকাগামী ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজা, ওমানের সালাম এয়ার, দুবাইয়ের ফ্লাই দুবাই, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই এবং জাজিরা এয়ারওয়েজের কাতার থেকে ঢাকাগামী ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর শাহজালালে অবতরণ করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, আজ (শনিবার) সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামীকাল (রোববার) মাঘ মাসের প্রথম দিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আভাস মিলেছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :