ক্রাইম ট্রেস ডেস্ক : যুক্তরাজ্যের বিখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’-এর বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছে মাউন্ট মুঙ্গানুই টেস্টে এবাদত হোসেনের দ্বিতীয় ইনিংসের বোলিং।
২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক বোলিং স্পেল উপহার দিয়েছিলেন এবাদত। ৪৬ রান দিয়ে শিকার করেছিলেন ৬ উইকেট, যা উইজডেনের ২০২২ সালের ‘স্পেল অফ দি ইয়ার’ নির্বাচিত হয়েছে।
টেস্ট ক্যারিয়ারে একবারই ৫ উইকেট পেয়েছেন এবাদত। ২৯ বছর বয়সি পেসারের ওই স্পেল এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা। ওই টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।
এবাদতের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জেতে বাংলাদেশ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :