নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়ন কলেজের অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ অবৈধ প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তার নিয়োগ বাতিলের জন্য নির্দেশও দিয়েছে। তারপরও বহাল তবিয়তে চাকরি করছেন কলেজ অধ্যক্ষ রেজিনা সুলতানা।
২০২২ সালের ১৪ ডিসেম্বর রেজিনা সুলতানার নিয়োগ বাতিলের জন্য পত্র জারি করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি সূত্রে জানা যায়, রেজিনা সুলতানা নন-এমপিও বকুল বাড়িয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে চাকরিরত অবস্থায় ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ১৮ নভেম্বর পর্যন্ত প্রায় তিন বছর ৫ মাস ১৮ দিন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চাকরিরত ছিলেন। অর্থাৎ তিনি একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। পরে অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ যথাযথ না হওয়ায় তার নিয়োগ বাতিলের জন্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
এরআগে দুদক বকুল বাড়িয়া কলেজের অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ ও এমপিওভুক্তির বিষয়ে তদন্ত করে নিয়োগটি অবৈধ বলে সত্যতা পায়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০২১ সালের ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয় দুদক।
বকুল বাড়িয়া ইউনিয়ন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ মোল্লা বলেন, ‘আমি এ বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। তবে অধ্যক্ষ আমাকে জানিয়েছেন এ ধরনের একটি চিঠি এসেছে। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে কলেজ অধ্যক্ষ রেজিনা সুলতানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :