স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালে জামায়াত ও শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ও ১টি বিস্ফোরিত ককটেলসহ বিপুল সংখ্যক বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পটুয়াখালীর বাউফল এলাকার ইব্রাহিম খলিল বাহারি (৩৫), রায়হান হাওলাদার (১৯) ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মেহেদি হাসান (২০)। তারা সবাই নগরীর বিসিক এলাকার কোকোনাট গলির হাজি মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা।
জানা গেছে, বাংলাদেশ জামায়াত ইসলামের আমীরের মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় জামায়াত ও শিবিরের একদল কর্মী নগরীর ভাটার খাল এলাকায় মিছিল বের করে। সেখান থেকেই গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম জানান, আমরা জামায়াত ও শিবিরের ৩ কর্মীকে আটক করেছি। তাদের কাছ থেকে ককটেল, জিহাদি বইসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :