নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সাকরাইন উৎসব উপলক্ষে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম হয়।
রোববার (১৫ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের নতুন ঘেরী মুন্ডাপাড়া সংলগ্ন মাঠে স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে শ্যামনগর, সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকার ৫০ জনেরও বেশি প্রতিযোগী চার শতাধিক মোরগ নিয়ে অংশ নেন।
এর মধ্যে একটি মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলার কৈখালী ইউনিয়নের নিরাপদ মন্ডল পরপর তিনবার জয়লাভ করে তিনটি মোরগ জিতে নিয়েছেন।
কালীগঞ্জ উপজেলার ধামরাইল গ্রামের শিপপদ মন্ডল চারটি মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনবার পরাজিত ও একবার জয়লাভ করেন।
উদ্যোক্তারা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন।
মোরগ লড়াই আয়োজক কমিটির প্রধান পঞ্চানন মুন্ডা বলেন, পৌষের শেষ দিনে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় চার শতাধিক মোরগ নিয়ে ৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
মোরগের পায়ে ধারালো চাকু স্থাপনের জন্য ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ উপস্থিত হয়েছিলেন বলেও জানান তিনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :