গলাচিপা প্রতিনিধি : গলাচিপার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামে কলই শাক তুলতে গিয়ে নিখোঁজ স্বপ্না আক্তারের লাশ স্থানীয় ভুলুর চরের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাত ১০টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে স্বপ্না আক্তার শনিবার বিকেলের দিকে তার দাদি আয়েশা বেগমের সঙ্গে বাড়ির পাশে কলই শাক তুলতে যায়। এক পর্যায়ে আয়েশা বাড়ি আসতে চাইলে স্বপ্না বলে, ‘আমার শাকের ঝুড়ি ভরলে বাড়ি যাব’।
দাদি বাড়ি চলে আসলেও সন্ধ্যার পরেও স্বপ্না বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। এর পর পরিবার ও এলাকাবাসী মিলে রেজাউল সরদারের কলই ক্ষেতে স্বপ্নার ছেড়া জামা-কাপড় দেখতে পায়। কিন্তু কোথাও স্বপ্নাকে পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে শনিবার থেকে ঘটনাস্থল পুলিশ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে রবিবার রাত ১০টার দিকে রেজাউলের কলই খেতের পাশে স্থানীয় ডুমুরের চরের খাল থেকে স্বপ্নার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা এখনো ঘটনাস্থল রয়েছি। স্বপ্নার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :