স্টাফ রিপোর্টার, বরিশাল : মিথ্যা, পরিকল্পিত এবং সাজানো মামলা থেকে জামিন পেলেন সাংবাদিক মেহেদী হাসান। আজ সোমবার (১৬ জানুয়ারী ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক বেগম পলি আফরোজ জমিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদী হাসানের আইনজীবী মোকলেচুর রহমান কাজী। তিনি বলেন, গত ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীণ ঝড়ঝড়িয়া তলা বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেটের খায়রুল আলম ওরফে হান্নানের দোকানপাট হামলা ভাংচুরের ঘটনায় মেহেদী হাসানকে ৭ নম্বর আসামী করা হয়েছে। যা পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার সময় মেহেদী হাসান ঘটনাস্থলে ছিলেন না। মেহেদী হাসানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্য করার জন্য এ মিথ্যা মামলা করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ বলেন, ঘটনার দিন মেহেদী হাসান এলাকায় ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :