কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয়ে মিটিংয়ে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের উপর ক্ষেপে গেলেন, উত্তর বাশবুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুম মিয়া।
শাহারুম মিয়া জানান, শিক্ষা কর্মকর্তা আমার ৫ মাসের বেতন বন্ধ করে দিয়াছে। ছেলে মেয়ে নিয়া দুবেলা খেতে পারিনা, চিকিৎসা করাতে পারিনা, তাকে ফোন দিলে সে আমার ফোন রিসিভ করেনা, বিল ছারার কথা বলে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়াছে। কাজ করেনি টাকাও ফেরৎ দেয়না। এমনকি আমার স্কুলের সহকারী শিক্ষিকা ছনিয়া আক্তার কে রাত্রে আসতে বলে।
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আমি শাহারুম মিয়া কে চিনিনা, কখনো মিটিংয়ে দেখিনি। তিনি কোন মিটিংয়ে আসে না। কি কারনে এমন আচরণ করেছে সে বিষয়ে আমি অবগন নয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :