ক্রাইম ট্রেস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা গুলি করে এক কিশোরী মা এবং তার ছয় মাস বয়সি শিশুসহ ছয়জনকে হত্যা করেছে। ক্যালিফোর্নিয়ার গোশেন শহরে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।
ক্যালিফোর্নিয়ার টুলারে কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এ হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনো অপরাধী চক্র ও মাদক চোরাকারবারিদের যোগ থাকতে পারে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি করতে থাকে। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান।
এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ কর্মকর্তা বোদেরাক্স বলেন, ‘পুরো ঘটনাটাই মর্মান্তিক। তবে মাথায় গুলিবিদ্ধ হয়ে ১৭ বছর বয়সি এক মা ও তার ছয় মাস বয়সি শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :