ক্রাইম ট্রেস ডেস্ক : বাজারে এলো গুগলের নতুন চমক। নতুন এই চমকের ফলে গাড়ির চাবি ব্যবহার করা যাবে স্মার্টফোনেই। এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা তাদের ডিজিটাল গাড়ির চাবি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
গুগল ২০২১ সালেই ঘোষণা করেছিল যে তারা এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে গাড়ির ডিজিটাল চাবি ব্যবহারের অভিজ্ঞতা দেবে।
ব্যবহারকারীরা এই ডিজিটাল চাবি দিয়ে গাড়ি আনলক করার সুবিধা পাবেন। তবে আপাতত কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ফিচারটি উন্মুক্ত করছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :