ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স আর রংপুর রাইডার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে টসভাগ্য সহায় খুলনার।
খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ রংপুর প্রথমে ব্যাট করবে।
রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। অন্যদিকে সমান ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি খুলনা টাইগার্স।
রংপুর একাদশ
নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদি, শোয়েব মালিক (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন পাটোয়ারী, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, হারিস রউফ, রাকিবুল হাসান।
খুলনা একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, পল ফন ম্যাকেরেন, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :