চরফ্যাশন প্রতিনিধি : সারাদের মতো চরফ্যাসনেও রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের শস্য নীরবতা বাড়ানো লক্ষ্যে ৫ ইউনিয়নের প্রায় ৪৮০ কৃষকের মাঠ পর্যায়ে কৃষি প্রমিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় জিন্নাগড়, আমিনাবাদ,
চরমাদ্রাজ, আসলামপুর, ওসমানগঞ্জ ৫ ইউনিয়নের পাঁচটি ব্লকের দশটি মাঠে প্রদর্শনীয় ভুক্ত কৃষকদের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। গত ৯ জানুয়ারিতে ৬০ জন ও ১৭ জানুয়ারিতে ৬০ জনকে চরফ্যাসন কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এ প্রশিক্ষন দেয়া হয়েছে।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিসুল কবির,চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান তাওহীদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম সহ অন্যান্যরা।
প্রশিক্ষণের কৃষি যুগোপযোগী দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ভোলা জেলা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিসুল কবির।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :