রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া থানার ৩নং আমূয়া তুষার চত্ত্বর চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা টু পাথরঘাটাগামী ইসলাম পরিবহনের এক যাত্রীর নিকট থেকে ২ হাজার ৫পিচ ইয়াবাসহ এক যুবক আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ।
কাঠালিয়া থানার এসআই (নিঃ) সেলিম রেজা কাঠালিয়া থানা এলাকায় অফিসার ফোর্সদের রাত্রিকালীন রনপাহারা ডিউটি তদারকি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে টহলরত থাকালীন গোপন সংবাদের ভিত্তিতে
সঙ্গীয় এএসআই (নিঃ) মো: সোলায়মান ইসলাম সোহাগসহ নায়েক মো: ফজলুল হক, মো: মাসুদ রানা, মো: হানিফ হাওলাদার, মো: সাজ্জাদ হোসেন এর সহযোগীতায় অভিযান পরিচালনা করিয়া ১৭ জানুয়ারী ভোর রাত ৪টা ৪৫ মিনিটে মো: শুভ হাওলাদার (২০) কে অবৈধ মাদকদ্রব্যসহ আটক করে মাদকদ্রব্র নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় অপরাধ করায় কাঠালিয়া থানার মামলা নং-০৮ রুজু করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এক প্রেসনোটে এ তথ্য সাংবাদিকদের জানান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :