বাউফল প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি অ্যাম্বুলেন্স ও এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাকের মধ্যে সংর্ঘষে নিহত ৬ জনের মধ্যে দুই জনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে । নাম জাহানারা বেগম (৫০) ও মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে। তারা আমেরিকা প্রবাসী ।
গত তিন মাস আগে বাড়ি আসেন। নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।
নিহত জাহানারা বেগমের বড় ভাই একই ইউনিয়নের আনারশিয়া গ্রামের বাসিন্দা আশ্ররাফ আলী খান (৭৫) জানান, সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বিএম কলেজ এলাকার কলেজ এ্যাভিনিউর বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
তার বোন ও ভাগ্নি ছাড়াও সাথে সাথে রাব্বি (২৮) নামের এক স্বজন ছিল। এছাড়াও এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ খবর শুনে তিনি মানষিক ভাবে ভেঙ্গে পরেছেন। পরিবারে শোকের মাতম চলছে।
এদিকে নিহত জাহানারা বেগমের স্বামীর বাড়ির এক স্বজন জানিয়েছেন নিহত মা ও মেয়ের লাশ রাতেই কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে দাফন করা হবে। এদিকে এই মর্মান্তি ঘটনার খবর শুনে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :