ক্রাইম ট্রেস ডেস্ক : সংকটময় সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। টিম ম্যানেজমেন্টের লেজেগোবরে অবস্থা। দ্রুত রদবদল হচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এ কারণে বিদেশি কোচেরা পাকিস্তান দল নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না।
ইতোমধ্যে একাধিক সাবেক খেলোয়াড় পাকিস্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সবশেষ জিম্বাবুয়ের কিংবদন্তি সাবেক ব্যাটার এন্ডি ফ্লাওয়ার পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ নিয়ে দেশটিতে বেশ সমালোচনা হচ্ছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ওয়াসিম আকরাম। ‘সবাই ভীত।’
ওয়াসিম আকরাম বলেন, যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলব— বিদেশি কোচ আমাদের এখানে আসবে না। কারণ সবাই ভয়ে থাকে। বোর্ডে পরিবর্তন হলে কোচের চুক্তিও বাতিল হওয়ার রেওয়াজ আছে এখানে। এমতাবস্থায় বিদেশি কোচ না পেলে দেশের কোচের কাছ থেকেই সাপোর্ট নেওয়া লাগবে।’
শোনা যাচ্ছে, পাকিস্তান মিকি আর্থারকে কোচ করতে চাইছে। পিটিআইয়ের প্রতিবেদন বলছে— পাকিস্তানে আসার বিষয়ে আর্থার ইতিবাচক ছিলেন। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি তাকে আবারও কোচ হওয়ার প্রস্তাব করেন। তখন আর্থার জানিয়ে দেন, পাকিস্তান বোর্ডের সঙ্গে এর আগে কাজ করতে গিয়ে তার তিক্ত অভিজ্ঞতা হয়েছে।
নাজাম শেঠিকে আর্থার বলেন, ২০১৯ সালের বিশ্বকাপের সময় তৎকালীন পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেছিলেন আমার চুক্তির মেয়াদ বাড়বে। কিন্তু পাকিস্তান ওই বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেয়। পরে আমার সঙ্গে চুক্তি অসম্মানের সঙ্গে শেষ হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :