বরিশালে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে ছাত্রদলের খাবার বিতরণ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ /
বরিশালে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে ছাত্রদলের খাবার বিতরণ

শামীম আহমেদ, বরিশাল : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও পথচারিদের মাঝে খাবার বিতরণ করেন বরিশাল জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

আজ বুধবার (১৮ জানুয়ারী) সন্ধায় সদররোডস্থ জেলা বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি সদ্য ঢাকা কেন্দ্রীয় কারাগার মুক্ত মাহফুজুল হক মিঠুর সভাপতি ও বরিশাল জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সহ-সভাপতি মোঃ কাজী সজল।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার ছাত্রদল নেতা আব্দুল বাছের,সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান,সহ-সভাপতি মোঃ রাজিব সিকদার,যুগ্ম সম্পাদক মোঃ নাঈম হোসেন,বানারীপাড়া ছাত্রদল নেতা মোঃ রুবেল,উজিরপুর ছাত্রদল নেতা মনির সরদার,আগৈলঝাড়া ছাত্রদল নেতা ছাব্বির আহম্মেদ সহ বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা সহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সু-স্বাস্থ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন।

পরে নগরীর সদররোডে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠুর নেতৃত্বে বিভিন্ন ছাত্রদল নেতৃবৃন্দ পথচারিদের মাঝে উন্নতমানের প্যাকেট খাবার বিতরন করেন।

এরপূর্বে জেলা ছাত্রদল সভাপতি সদ্য কারামুক্ত হয়ে বরিশাল ও দলীয় কার্যলয়ে মাহফুজুল হক মিঠু আসলে তাকে ছাত্রদল নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। উল্লেখ্য ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে উপস্থিতিতে ও পরবর্তীতে ২১ই ডিসেম্বর মাহফুজুল হক মিঠুকে ঢাকার পল্টন থানা পুলিশ গ্রেফতার করে।