মির্জাগঞ্জে হেরোইনসহ মেম্বার পুত্র গ্রেফতার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ণ /
মির্জাগঞ্জে হেরোইনসহ মেম্বার পুত্র গ্রেফতার

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নয়ন খান। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম ইউনুস আলী খানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে দেউলী গ্রামে নয়ন খানের বাড়ি তল্লাশি করে পুলিশ। এ সময় সাত গ্রাম হিরোইন, ১৪ পিস ইয়াবা ও একটি রামদাসহ নয়নকে গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি মাদক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।