অনলাইন ডেস্ক : প্রশ্ন : ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে চোরাই মার্কেট রয়েছে। যেখানে চুরি করা পণ্যসামগ্রী যেমন-মোবাইল, জুতা, কাপড়-চোপড় ইত্যাদি কম দামে পাওয়া যায়। জানা সত্ত্বেও এসব চুরি করা পণ্য ক্রয় করা কি জায়েজ?
উত্তর : জেনে বুঝে চুরি করা পণ্য ক্রয় করার অনুমতি ইসলামে নেই। সুতরাং বিক্রেতা মোবাইল, জুতা বা অন্য কোনো কিছু চুরি করে এনেছে-এমনটি জেনে বুঝে ক্রয় করা জায়েজ নয়। প্রিয় নবি (সা.) বলেছেন, যে ব্যক্তি জেনেশুনে চুরি করা বস্তু ক্রয় করল সেও চুরির অপরাধে শরিক হয়ে গেল।
তথ্যসূত্র : মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস ২২৪৯৫; আততারগিব ওয়াত তারহিব ২/৫৪৮
আফজাল হোসাইন
শিবচর, মাদারীপুর
প্রশ্ন : ফজরের জামাতে অংশগ্রহণের পর দেখি ইমাম দ্বিতীয় রাকাতে আছেন। আমি যদি সুন্নত পড়ি, তাহলে ফজরের জামাত পাব না। এ অবস্থায় সুন্নাত পড়ব কী পড়ব না? পড়লে কখন পড়ব?
উত্তর : জামাত পাওয়ার শঙ্কা না থাকলে ফজরের জামাত শুরুর পরও সুন্নাত পড়ে তারপর জামাতে শরিক হবেন। তবে জামাত পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে সুন্নাত না পড়েই জামাতে শরিক হয়ে যাবেন। জামাত শেষ করার পর সূর্যোদয়ের আগে সুন্নাত পড়তে পারবেন না। এটি নিষিদ্ধ। তবে সূর্যোদয়ের পর পড়তে পারবেন।
তথ্যসূত্র : বায়হাকি শরিফ, কিতাবুস সালাত ৪/৩৫, তাহাবি শরিফ ২/২১৯, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ২/৩০২।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :