অনলাইন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন বছরের পুরো সময়। তার সঙ্গে স্টেজে যে কজন মিউজিশিয়ান কাজ করেন তাদের মধ্যে মেহেদী হাসান শাকিবের সঙ্গেই কেটেছে দেড় যুগেরও বেশি সময়। এ দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে পেরে বেশ আনন্দিত শাকিব।
তার প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আমার শোবিষয়ক সবকিছু তিনিই সামলান। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। খুব ভালো বাজান তিনি। মোট কথা দলের সবাইকে তিনি এক সুতায় গেঁথে রেখেছেন।’
আঁখির সঙ্গে দীর্ঘদিন কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, ‘গানের ভুবনে আঁখি আলমগীর আমার পাশে না থাকলে হয়তো আমার পথচলাটা এতটা সহজ হতো না।
আমার আজকের অবস্থান তার জন্য। অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা তার প্রতি। আরও বহু বছর আমরা একসঙ্গে ভালোভাবে কাজ করে যেতে চাই।’
শাকিব অক্টোপ্যাড বাজায়। তার বাবাও ছিলেন অক্টোপ্যাড বাদক। বাবা কোনো অনুষ্ঠানে না বাজাতে পারলে সেখানে শাকিবই অক্টোপ্যাড বাজাতেন। এভাবেই সংগীতাঙ্গনে তার পথচলা শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে তিনি মমতাজ, এসডি রুবেল ও মনির খানের সঙ্গে বেশি কাজ করতেন। ‘নোঙ্গর’ নামে তার একটি ব্যান্ডদলও ছিল। বর্তমানে এ দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :