অনলাইন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে বর্তমানে অভিনয়ে কম দেখা যায়। সর্বশেষ, গত বছরের শেষদিকে একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। ‘বোধ’ নামের ওই ওয়েব সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি।
সম্প্রতি এ অভিনেত্রী নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন। ‘এখানে নোঙর’ নামের এ ওয়েব ফিল্মে তাকে একজন সারেংয়ের প্রেমিকার চরিত্রে দেখা যাবে।
সারেংয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। এরই মধ্যে এ ফিল্মের শুটিং শুরু হয়েছে।
নতুন ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমি সব সময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্প আমাকে টানলে, আমার চরিত্র ছোট হলেও কোনো আপত্তি থাকে না।
নতুন যে ওয়েব ফিল্মের শুটিং করছি এটির গল্প ও আমার চরিত্র অসাধারণ। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’
এদিকে স্পর্শিয়া ওয়েব সিনেমার পাশাপাশি ব্যস্ত ছোট পর্দার বিভিন্ন আয়োজনে। কিছুদিন আগে ‘হেলিকপ্টার’ নামে একটি একক নাটকের শুটিং শেষ করেছেন। সিনেমায়ও কাজ করেন এ অভিনেত্রী। এ ছাড়া তার অভিনীত দুটি মুক্তিযুদ্ধবিষয়ক গল্প নিয়ে নির্মিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগ্গির নতুন সিনেমার শুটিংয়ের খবর দেবেন বলেও জানিয়েছেন তিনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :