আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয় : নাসির


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ /
আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয় : নাসির

অনলাইন ডেস্ক : একের পর এক হার। এরই মাঝে উজ্জ্বল তার পারফরম্যান্স বলা হচ্ছে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেনের কথা। প্রায় প্রতি ম্যাচেই রান আসছে তার ব্যাট থেকে। পাচ্ছেন উইকেটও। পাঁচ ম্যাচ খেলে ৭১.৬৬ গড় ও ১২৭.২১ স্ট্রাইক রেটে করেছেন ২১৫ রান। নাসির জানান, তিনি ভালো খেললে কেউ না কেউ খুশি হন।

বৃহস্পতিবার ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমার লাইফস্টাইল আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। একটা কথাই বারবার উঠে আসছে, সেটা হচ্ছে সুযোগ। আগে সেটা পাইনি, এখন পাচ্ছি। এ কারণে হয়তো পারফরম্যান্স একটু ভালো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয়। চেষ্টা করি এজন্য ভালো খেলতে।’

কারা খুশি হন জানতে চাইলে নাসিরের জবাব, ‘বাবা-মা, ভাই-বোন, বউ খুশি হয়। আর বাচ্চা খেলা দেখে। ও লাফায়।’ তাদের জন্যই কি এখন ভালো খেলার চেষ্টা করেন? নাসির বলেন, ‘চেষ্টা করি তো ভালো খেলার। সবচেয়ে বড় কথা, ভালো খেললে পরিবার খুশি হবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, যখন পরিবারের চেহারার দিকে তাকাই, ওরা হাসিখুশি থাকে। এটা আলাদা অনুভূতি, আমার ভালো লাগে।’