বেতাগীতে দুই বছরের কারাদণ্ড থেকে বাঁচতে সাত বছর পলাতক


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ /
বেতাগীতে দুই বছরের কারাদণ্ড থেকে বাঁচতে সাত বছর পলাতক

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগীতে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মো. ইব্রাহিম। তিনি স্ত্রীর করা যৌতুক মামলার সাজা নিয়ে ৭ বছর পলাতক ছিলেন।

ইব্রাহীম বেতাগী উপজেলার কালিবাড়ি এলাকার মুমিন উদ্দীন হাওলাদারের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে বেতাগীর কালিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে ইব্রাহিমের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন তার তার স্ত্রী। যৌতুক নিরোধ আইনে ওই মামলার রায় হয়। রায়ে দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় ইব্রাহিমকে। তখন থেকে তিনি পলাতক ছিলেন।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে ঢাকার আদালতে তার প্রথম স্ত্রী মামলা করেন। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।