বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বরিশালের এক মুসল্লির মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ /
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বরিশালের এক মুসল্লির মৃত্যু

ক্রাইম ট্রেস ডেস্ক : বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের উর্দু ভাষায় আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীদের তিন দিনের বিশ্ব ইজতেমা। তার বয়ান বাংলায় ভাষান্তর করেন বাংলাদেশের মাওলানা জিয়া বিন কাসিম।

ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি হলেন- বরিশাল জেলার শিমুলতলা সিআরপি গ্রামের মৃত আব্দুল আলীম রানার ছেলে মফিজুল ইসলাম (৭৫)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইজতেমা ময়দানে তার স্বাভাবিক মৃত্যু হয়। বাদ ফজর নামাজে জানাযা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।