ক্রাইম ট্রেস ডেস্ক : ২০০৪ সালে মা রসূনবালা সরকারকে হত্যা করে পালিয়ে যায় দীপু সরকার। এরপর দীর্ঘ ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশে পলাতক ছিল দীপু সরকার। তবে শেষ রক্ষা হয়নি।
মাধবপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দিপু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারে ছেলে।
মাধবপুর থানার অফিস ইনর্চাজ মো. আব্দুর রাজ্জাক জানান, গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :