ক্যানসারের কাছে হার মানলেন সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ /
ক্যানসারের কাছে হার মানলেন সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা

ক্রাইম ট্রেস ডেস্ক : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। স্তন ক্যানসারে আক্রান্ত হলেও তিনি জীবনের স্বাভাবিক কার্যক্রম চালাতেন।

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল সংবাদমাধ্যমকে নাতাশার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ডা. নাতাশা ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন। একইসঙ্গে জনস্বাস্থ্যবিষয়ক জাতীয় বুলেটিনেরও সম্পাদক ছিলেন তিনি।