বরিশালে সিপিবির লাল পতাকা মিছিল অনুষ্ঠিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ২:১৯ অপরাহ্ণ /
বরিশালে সিপিবির লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

শামীম আহমেদ, বরিশাল : ২০০১ সালে ২০ই জানুয়ারী পল্টন ময়দানের সিপিবি’র মহাসমাবেশে বোমা হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি ও দুঃশাষন, গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার গণসংগ্রাম জোড়দার করার দাবীতে বরিশাল নগরীতে লাল পতাকার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটি।

আজ শুক্রবার (২০) জানুয়ারী সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করে। বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,

বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ প্রমুখ। পরে লাল পতাকার মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করে।