বরিশালে শহীদ আসাদ দিবস পালিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ২:২২ অপরাহ্ণ /
বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

শামীম আহমেদ, বরিশাল : বরিশালে ৬৯ এর গণ অভুত্থানের নায়ক শহীদ আসাদ দিবস উপলক্ষে আসাদের প্রতিকৃর্তিতে শ্রদ্ধানিবেদন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল মহানগর সংসদ। আজ শুক্রবার (২০) জানুয়ারী সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে সম্মুখে কর্মসূচি পালিত হয়।

অধ্যাপক আমিনুর রহমান খোকনের সভাপতিত্বে এসময় শহীদ আসাদকে স্মরন করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, এ্যাড, একে আজাদ,বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী,

গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু,সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কিশোর দাশ। এর আগে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃর্তিতে সকল নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করে।