ক্রাইম ট্রেস ডেস্ক : পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত বহুল আলোচিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই নায়িকা পরীমনি। তার মা হওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেল।তাই ছেলে রাজ্যকে নিয়েই সিনেমা দেখতে যাবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে চিত্রনায়িকা পরীমনি বলেন, আমি মা হওয়ার পর প্রথম যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেটা শিশুতোষ। এটা ভেবে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগার বিষয় হলো, প্রথম শো দেখতে একঝাঁক ছোট্ট পাখি কাল সিনেমা দেখতে হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাব।
দর্শকদের উদ্দেশে নায়িকা বলেন, আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন পরীমনি। নির্মাতাসহ শিশুদের নিয়ে ছুটে গেছেন বিভিন্ন স্কুলে।
বৃহস্পতিবার তার ফেসবুকে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে লেখেন, আমাদের দেশে শিশু কিশোরদের জন্য সিনেমা হয় হাতে গোনা কয়েকটা। পরিবার নিয়ে বের হলে দিনের শেষে ওই এক খাবার দোকান! আপনার পুরো ফ্যামিলিকে এন্টারটেইন করতে আমরা আসছি শুক্রবার।”
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :