আওয়ামী লীগ নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ /
আওয়ামী লীগ নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

হিজলা প্রতিনিধ : বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বরিশাল জেলা পরিষদের সদস্য, কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সভাপতি, শামসুন্নাহার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিএম ক্রু কেয়ার লিমিটেডের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি মরহুম দলিলুর রহমান শিকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম (বড় হুজুর)।

বাদ জুম্মা কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপদাক্ষ শাহজাহান তালুকদার, ব্যারিস্টার মাসুম, এডভোকেট মাহবুবুল আলম দুলাল,

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন সহ রাজনৈতিক ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন ।